হাউজিং এস্টেট বধ্যভূমি
কুষ্টিয়া শহরতলীর বিহারি অধ্যুষিত হাউজিং এস্টেট হলো একটি বধ্যভূমি। নির্মম গণহত্যার নীরব সাক্ষী এই হাউজিং এলাকা। শহর থেকে বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করা হতো। হত্যাকুঠি হিসেবে ব্যবহারিত একটু ভগ্নজীর্ন ঘর এখনো হাউজিং – এত দক্ষিন পুর্ব –পাশে দাঁড়িয়ে আছে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৯, ৪০১; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৩৯৯–৪০০; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৭৩–২৭৪; দৈনিক সংবাদ, ২১ মে ১৯৯৩)