রক্সি বাজারের গলি বধ্যভূমি
কুষ্টিয়ায় রক্সি সিনেমা হল ছিল শান্তি কমিটি ও বিহারি রাজাকারদের প্রধান আস্তানা। এখানেই তারা শহরের হয়া–তালিকা প্রণয়ন এবং কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করতো। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-১০৯, ৪০০; যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৩৯৯; মুক্তিযুদ্ধ কোষ, চতুর্থ খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-২৩; দৈনিক সংবাদ, ২১ মে ১৯৯৩)