You dont have javascript enabled! Please enable it! রাজারহাট ঠাঠমারী বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

রাজারহাট ঠাঠমারী বধ্যভূমি

সেই ইটভাটাতেই গিয়ে আশ্রয় নেয় পাকসেনারা মুক্তিযোদ্ধাদের সঙ্গে চলে লড়াই প্রচণ্ড যুদ্ধে কাটে রাত সে লড়াইয়ে শহীদ হয়েছে জন মুক্তিসেনা তাঁদের মধ্যে, . আমজাদ হোসেন, . জয়নাল আবেদীনের নাম পাওয়া গেছে এরপর ঠাঠমারী এলাকায় পাকসেনারা ক্যাম্পে এনে নির্যাতন চালিয়ে হত্যার পর তাঁদের রেল লাইনের পাশে গর্ত করে পুঁতে রাখে স্থানে তৈরি করা হয়েছে স্মৃতি ফলক