কুড়িগ্রাম কাঁঠালবাড়ি বধ্যভূমি
১৯৭১ সালের ৯ জুন কুড়িগ্রাম শহর থেকে ৮ কিলোমিটার দূরে কাঁঠালবাড়ী বাজার ও আশেপাশের ৬টি গ্রামে পাকবাহিনী তাঁদের এ দেশীয় দালালদের সহযোগীতায় হামলা চালিয়ে হত্যা করে ৩৫ জন সাধারণ বাঙালিকে। সেই সঙ্গে লুটপাট ও অগ্নিসংযোগ করে ধ্বংস স্তুপে পরিণত করে এই সব গ্রাম।
পাকবাহিনী ওই দিন কাঁঠালবাড়ী বাজারের ৩ দিক থেকে অতর্কিত আক্রমন করে। বাজার ও এর আশেপাশের কয়েকটি গ্রামে অগ্নিসংযোগ করে। এতে বাজারের শতাধিক দোকান ও ফকিরপাড়া, প্রামাণিকটারী, সন্ন্যাসী, খামার, শিবরাম, সর্দারপাড়া গ্রামের ৫ শতাধিক পরিবারের বাড়ি ঘর পুড়ে যায়। হত্যাযজ্ঞে নিহত হন ফকিরপাড়ার নুহ খন্দকার, প্রামাণিকটারীর ফজল ব্যাপারী, আবুল কাসেম, ছোরাবউদ্দিন, নুরবক্ত, সর্দারপাড়ার মন্তা, শিবরাম গ্রামের মন্তাজ আলী, আবদুল জলিল, জহুর আলী, খামারের আলিয়ার, মনদ্দি, আজিম, তালুক কালোয়ার বসন্ত কুমার, প্রতাপের হাছিমুদ্দিন, হরিকেশের রজন আলী, ঘোপাটারীর জহুর উদ্দিন, রায়পুরের ঘেচু মামুদ, সর্দার পাড়ার মাদ্রাসার ছাত্র শাহাদাৎ ও টেংরি বেওয়াসহ ৩৫ জন।