নাগেশ্বরী থানা স্কুল বধ্যভূমি
মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি সংরক্ষন প্রতিষ্ঠান শেকড় নাগেশ্বরী ও রঙ্গপুর গবেষণা পরিষদ নাগেশ্বরী কাছ থেকে জানা যায়, নাগেশ্বরী বাজারের পাশে পাকবাহিনী বিভিন্ন স্থান থেকে ধরে এনে ৩৬ জনকে ৬ জুন হত্যা করে। নাগেশ্বরী উপজেলার হাসনাবাদে ১৬ নভেম্বর পাকবাহিনী ২৯ জনকে হত্যা করে একই স্থানে মাটি চাপা দিয়ে রাখে। এই সব শহীদদের পূর্ণ তথ্য উল্লেখিত সংগঠন নিচের সুসজ্জিতভাবে প্রকাশ করেছে। এসব বধ্যভূমিতে আরও অনেক শহীদ আছেন শোনা যায় তবে এর সংখ্যা ও শহিদের নাম সংগ্রহের এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যসূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী, ফুলবাড়ি ও ভুরুঙ্গামারী থানার বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে নাগেশ্বরী স্কুলের পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হতো। নভেম্বরের কোনো একদিন এখানে অন্তত ৩৬ জনকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪১১; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮১–৮২; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৩১৩)