ভুরুঙ্গামারী সিও অফিস বধ্যভূমি
শত শত নারী পাক হানাদার বাহিনীর হাতে নির্যাতিত ও ধর্ষিত হয়েছেন। ভুরুঙ্গামারী সিও অফিসের (বর্তমান থানা পরিষদ কার্যালয়) দোতলা থেকে ধর্ষিত ও বন্দি ২০/৩০ জন নারীকে উদ্ধার করা হয়। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪১১; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-১৯৬–১৯৭)