জজ কোর্ট পুকুর বধ্যভূমি
কুরিগ্রাম জজকোর্টের সামনের পুকুর পাড়ে পাক বাহিনীর বধ্যভূমি ছিল। (সূত্রঃ যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪১০–৪১১; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৫)