ফুড অফিস বধ্যভূমি
৭ এপ্রিল পাকসেনারা কুড়িগ্রাম শহরে গণহত্যা চালায়। স্থানীয়রা জানায় কুড়িগ্রামের ফুড অফিসে বধ্যভূমি খনন করলে শহীদদের কঙ্কালের সন্ধান পাওয়া যেতে পারে। (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডাঃ এম এ হাসান, পৃ.-৪১০–৪১১; একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৮১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ড – মুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৫)