You dont have javascript enabled! Please enable it! সার্কটি হাউজ বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

সার্কটি হাউজ বধ্যভূমি

এপ্রিল হত্যাকাণ্ড চালিয়ে গেলেও পুনরায় ১৪ এপ্রিল কুড়িগ্রামে স্থায়ীভাবে ঘাঁটি গেড়ে বসে তারা সার্কটি হাউজকে হত্যা নির্যাতন কেন্দ্র হিসাবে ব্যবহার করত মজিবর মহুরি লালু মণ্ডলসহ আরও অনেককে ধরে এনে নির্যাতন করা হয় এছাড়া পলাশবাড়ি থেকে ১৪/১৫জনকে ধরে এনে নির্যাতন শেষে হত্যা করা হয় (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত তথ্য সূত্রঃ যুদ্ধাপরাধ গণহত্যা বিচারের  অন্বেষণডাঃ এম হাসান, পৃ.-৪১০৪১১; একাত্তরের বধ্যভূমি গণকবরসুকুমার বিশ্বাস, পৃ.-৮১; মুক্তিযুদ্ধ কোষ, দ্বিতীয় খন্ডমুনতাসীর মামুন সম্পাদিত, পৃ.-৪৫)