You dont have javascript enabled! Please enable it!

বেতিয়ারা গণকবর

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের অয়াশে বেতিয়ারা গ্রামে রয়েছে গণকবর এই কবরে শায়িত আছেন ৯জন মুক্তিযোদ্ধা একাত্তরের ১১ নভেম্বর চৌদ্দগ্রাম থানার জগন্নাথদিঘি ইউনিয়নের বেতিয়ারা গ্রামে পাকসেনাদের সঙ্গে যুদ্ধে এই মুক্তিযোদ্ধারা শহীদ হন এঁরা হচ্ছেননিজামউদ্দিন আজাদ, আওলাদ হোসেন, সিরাজুম মুনির, জহিরুল হক দুদু, বশিরুল ইসলাম, মো. শহীদুল্লাহ, কাইয়ুম, সফিউল্লাহ আব্দুল কাদের

ন্যাপ, সিপিবি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর দ্বিতীয় ব্যাচের শতাধিক যোদ্ধা ভারতের আসাম রাজ্যের দরং জেলার তেজপুরে স্পেশাল গেরিলা ট্রেনিং নিয়ে ত্রিপুরার বাইকোরাতে বেইজ ক্যাম্পে অবস্থান নেয় ১০ নভেম্বর বেইজ ক্যাম্পসহ অন্যান্য ক্যাম্প থেকে গেরিলা বাহিনীর ৭৮ জন গেরিলা যৌদ্দগ্রাম থানার ভৈরব নগর সাব ক্যাম্পে আসে বেতিয়ারা চৌধুরী বাড়ির পাশে এম্বুশ পাতা হয় ঢাকাচট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে মুক্তিযোদ্ধারা রওনা হন তাঁদের উদ্দেশ্য ছিল নোয়াখালী সেনবাগ কানকির হাটে একটি মুক্তাঞ্চল গঠন করা ১১ নভেম্বর গভীর রাতে দলটি সারিবদ্ধভাবে মহাসড়কের ওপর ওঠার সময় সড়কের পাশের গাছের আড়াল থেকে পাক সেনারা।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!