You dont have javascript enabled! Please enable it! হাড়ং গণকবর - সংগ্রামের নোটবুক

হাড়ং গণকবর

কুমিল্লার চান্দিনা থানায় হাড়ং গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়ার বাড়ির পাশে তারা এক খন্ড জমি পাক হানাদার তাঁদের দোসররা গণকবর হিসেবে ব্যবহার করে পাকসেনারা যাকে যেখানে হত্যা করতো তাঁকেই এখানে পুঁতে ফেলতো আব্দুল মান্নান ভূঁইয়ার মাকেও হানাদারের দোসররা এখানে মাটিচাপা দেয় ১৮ জন মুক্তিযোদ্ধাকে এখানে গণকবর দেওয়া হয়েছে এই জমিটি আজও কেউ ব্যবহার করে না তবে এখানে কোন স্মৃতিসৌধও নির্মিত হয়নি (মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত সূত্রঃ মুতিযুদ্ধের আঞ্চলিক ইতিহাস, তৃতীয় খন্ড –  আবু মোহাম্মদ দেলয়ার হোসেন সম্পাদিত, পৃ.-৯৫, ৯১১০০)