নারায়ণপুর গণকবর
পয়লাগাছা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে রয়েছে ছয়জন মুক্তিযোদ্ধার কবর। একাত্তরের ১৮ সেপ্টেম্বর তারা সম্মুখযুদ্ধে শহীদ হন। গ্রামবাসী তাঁদের একটি কবরে সমাহিত করেন।
১৮ সেপ্টেম্বর বরুড়া থানার পয়ালগাছা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে পাকবাহিনী ও মুক্তিবাহিনীর মধ্যে সম্মুখ যুদ্ধ হয়। ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে এ স্মমুখ যুদ্ধে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পাক বাহিনীরও ২ জন জুনিয়র অফিসারসহ ৫ জন নিহত হয়। এ সংবাদটি বিবিসি সম্প্রচার করে। এ যুদ্ধে যারা শহীদ হন তারা হলেন – সিরাজুল ইসলাম, কাজী আরিফ হোসেন, আব্দুল রব, জয়নাল আবেদিন, সিরাজুল ইসলাম। (সূত্রঃ মুক্তি সংগ্রামে কুমিল্লা – আবুল কাশেম হৃদয় ও মুক্তিযুদ্ধ জাদুঘর সংগৃহীত সুত্রঃ একাত্তরের বধ্যভূমি ও গণকবর – সুকুমার বিশ্বাস, পৃ.-৭৬, যুদ্ধাপরাধ গণহত্যা ও বিচারের অন্বেষণ – ডা. এম এ হাসান, পৃ.-৩৮৪)