২৬ জানুয়ারী ১৯৭২ঃ ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
ভারতের প্রজাতন্ত্র দিবসে শেখ মুজিব আমন্ত্রিত হয়েও যেতে পারেননি। প্রতি বৎসর এ উৎসবে একজন বিদেশী অতিথি অংশ নিয়ে থাকেন। এ বছর নব সৃষ্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানের অতিথি মনোনীত ছিলেন। তার পরিবর্তে মরিশাসের প্রধানমন্ত্রী স্যার রামগুলাম এব্বং বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দীন অনুষ্ঠানের অতিথি হন। ভারতের সেনাবাহিনী নিরাপত্তার কারন দেখিয়ে এবারের অনুষ্ঠানের কুচকাওয়াজ বাতিল করার আহবান জানিয়েছিল। কিন্তু ইন্দিরা গান্ধী অনুষ্ঠানের সকল পর্বই সম্পন্ন করিয়েছিলেন। এদিন তিনি ৭১ যুদ্ধে শহীদানের জন্য অমর জওয়ান জ্যোতি উদ্বোধন করেন। পরে তিনি রাষ্ট্রপতি ভিভি গিরির কাছ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ডিসেম্বর মাসে ঘোষিত ভারত রত্ন সন্মাননা গ্রহন করেন। অমর জওয়ান জ্যোতি অমর জওয়ান জ্যোতি একটি কালো মার্বেলের স্মৃতিসৌধ, যার উপর ‘অমর জওয়ান’ শব্দগুলি হিন্দি ভাষায় লেখা রয়েছে। এটির উপরে একটি উল্টানো রাইফেল দাঁড় করানো আছে এবং এটি একটি সৈনিকের শিরস্ত্রাণ দ্বারা অধিষ্টিত করা আছে। তার চারটি কোণে চারটি মশাল ক্রমাগত জ্বলে চলেছে। এই স্মারকটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর, যুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় সৈন্যদের স্মরণে নির্মিত হয়েছিল। অমর জওয়ান জ্যোতি, দিল্লির তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ১৯৭২ সালের ২৬শে জানুয়ারি উদ্বোধন করেছিলেন। ১৯৭১ সালের যুদ্ধে বিজয় বার্ষিকীর দিন, ১৬ই ডিসেম্বর, ভারতের গণতান্ত্রিক দিবস ২৬শে জানুয়ারীর দিন ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে তাদের শ্রদ্ধা জ্ঞাপণ করেন।