রসুলপুর ও দিশাবন্দের বধ্যভূমি
স্টেশনের নাম রসুলপুর, পূর্ব নাম ছিল ফকির হাত। কুমিল্লা শহর থেকে মাত্র আট কিলোমিটার উত্তরে রেল লাইনের পাশঘেঁষে অবস্থিত একটি শান্ত গ্রাম। সেখানে পাক হানাদার বাহিনীর একটি ক্যাম্প স্থাপন করা হয়েছিল। নিরীহ নিরস্ত্র বাঙালিদের স্টেশন সংলগ্ন ভ্যাঙ্গরা বাড়িতে স্থাপিত এ ক্যাম্পে এনে নির্মম্ভাবে হত্যা করা হতো। তাদের বধ করার কৌশল ছিল বড়ই করুণ – লোমহর্ষক। ধরে আনা নিরীহ মানুষগুলোকে দিয়েই গর্ত খুঁড়িয়ে তাদেরকে গর্তে নামার নির্দেশ দেওয়া হতো, এরপর তারা করত ব্রাশফায়ার। পাশের জনকে ডেকে এনে নির্দেশ দেওয়া হতো মাটি চাপা দিতে। এভাবে অন্তত দু’হাজার লোককে হত্যা করা হয়েছে। (সূত্রঃ মোস্তফা হোসেইন, মফিজুলের নিজের খোঁড়া কবরে শায়িত দু’শতাধিক বাঙালি)