You dont have javascript enabled! Please enable it! শোলমারা বধ্যভূমি - সংগ্রামের নোটবুক

শোলমারা বধ্যভূমি

কিশোরগঞ্জে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলমারা বধ্যভূমিটি এখনো এলাকার মুক্তিকামী মানুষের কথা স্মরণ করিয়ে দেয় ১৯৭১ সালের সদর উপজেলার পরিষদের খুব কাছে মহিনন্দ ভদ্রপাড়ায় বর্তমান ক্ষিরদ্গঞ্জ বাজার ঘেঁষা এককালের খরস্রোতা অন্নার খালের উপর এই শোলমারা সেতুটি ছিল এটি ছিল ৭১ পাকহানাদার বাহিনীর অন্যতম একটি বধ্যভূমি বিভিন্ন এলাকার বুদ্ধিজীবী, শিক্ষক, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সাধারণ বাঙালিদের ধরে এনে হাতপা বেঁধে একে একে গুলি করে হত্যা করা হতো ৭১ অগাস্টে কোন এক দিন একই সঙ্গে গুলি করে হত্যা করেছিল কিশোরগঞ্জে শহরের আখড়া বাজার এলাকার মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কামরুর বাবা অবসরপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা নবী হোসেন ভূইয়াসহ ১০ জন বাঙালিকে এছাড়া মুক্তিযুদ্ধের মাসে শুধু শোলমারা সেতুতে বিভিন্ন সময়ে আরও অনেক মানুষকে হত্যা করে পাকসেনাদের দোসর বাহিনী এসব শহীদদের লাশ অনেক ভেসে গেছে অন্যার খাল দিয়ে ভাস্করখিলা বিলসহ আশেপাশের এলাকায় লাশ গিয়ে ঠেকলে শেয়ালকুকুর মাছে খেয়ে নষ্ট করেছে এসব লাশের মধ্যে সেখান থেকে উদ্ধারকৃত অজ্ঞাত শহিদের লাশ গণকবর দেওয়া হয় শোলমারা সেতুর পাশে ইটখালায় সেখানে জেলা পরিষদ একটি স্মৃতিস্তম্ভ নির্মান করেছে (তথ্য সংগ্রহে সহযোগীতায়সাংবাদিক আমিনুল হক সাদী)