কুষ্টিয়ায় দুবলােচারায় ২০০ জন পাকসেনা ও রাজাকার মুক্তিসেনাদের হাতে খতম
৩৫ জন রাজাকারের আত্মসমর্পণ
(নিজস্ব সংবাদদাতা) দুবলােচারার জনাব সালিম চেয়ারম্যান ও জোবেদ আলী (শিক্ষক) মুজিবনগরে পেীছে আমাদের সাংবাদিককে জানান যে গত মাসের প্রথম সপ্তাহে আমাদের গ্রামে মুক্তিবাহিনী ও খান সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। ১৪ জন পাক সেনা ও শতাধিক ম্যালেসিয়া ও রাজাকার খতম হয়েছে। ৩৫ জন রাজাকার মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। গত ২৩শে সেপ্টেম্বর কুষ্টিয়ার পাক মদনা গ্রামে মুক্তিসেনাদের সাথে পাক সেনাদের গুলি বিনিময় হয়। বীর মুক্তিসেনারা ১৩ জন পাক সেনা খতম করে মুক্তি বাহিনীর বীরযােদ্ধা প্রাক্তন ছাত্রনেতা পাক সেনা হতে রাইফেল উদ্ধার করতে সমর্থ হয়। গতমাসে পাকসেনার কুষ্টিয়ার শান্তিডাঙ্গা ও যশােরের শেখ পাড়া ও বসন্তপুর গ্রামে বর্বর হামলা চালায় এবং গ্রামগুলি পুড়িয়ে দেয়, নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
নাবানল : ১: ৩
১০ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯