রংপুর ও সাতক্ষীরায় সাড়ে ৬ শত শত্রুসৈন্য খতম
(রণবার্তা পরিবেশক)। জঙ্গী হানাদার বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালাইয়া মুক্তিযােদ্ধা রংপুর জেলার বক্সীরগঞ্জ থানা পুনর্দখল করিয়াছেন বলিয়া জানা গিয়াছে। গত ২৩ সেপ্টেম্বর মুক্তি যােদ্ধারা কোদালকাটিতে পাক জঙ্গীশাহীর তীব্র আক্রমণ প্রতিরােধ করিয়া অন্ততঃ সাড়ে তিনশত পাক সৈন্য খতম করিয়াছেন। বাংলাদেশের বীর গেরিলারা রংপুর জেলায় গত সপ্তাহে বর্বর ইয়াহিয়া বাহিনীর ৩টি জলযান ডুবাইয়া দিয়াছেন। মুজিব নগরে প্রাপ্ত খবরে প্রকাশ, খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার কোন এক স্থানে সম্প্রতি মুক্তি যযাদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩০০ জন পাক সৈন্য নিহত হইয়াছে। ৬ জন খান সেনাকে ধরিয়া আনা হইয়াছে। বাংলাদেশ মুক্তি যােদ্ধাদের সদর দপ্তর হইতে-প্রচারিত এক বুলেটিনে বলা হইয়াছে যে, সম্প্রতি ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে মুক্তি যােদ্ধারা মহরীতে অবস্থিত পাক সৈন্যদের উপর অতর্কিত আক্রমন চালান। ইহাতে ৫ জন শত্রু সৈন্য নিহত ও ৩ জন আহত হইয়াছে। মুক্তিযােদ্ধারা গত শনিবার ময়মনসিংহ-শ্রীহট্ট অঞ্চলের দেয়ানি বাজারে শত্রু সেনাদের উপর তীব্র আক্রমণ চালান। ফলে ২০ জন পাক সেনা হতাহত হইয়াছে। ঐদিন জয়ন্তীপুরে মুক্তিযােদ্ধাদের মর্টার আক্রমণে ৩ জন শত্রু সেনা খতম হইয়াছে। মুক্তিযােদ্ধারা উত্তর-পশ্চিমাঞ্চলে মাইন বিস্ফোরণ ঘটাইয়া পাক সৈন্যের একটি সামরিক জীপ উড়াইয়া দেয়। এখানে ২ জন পাক সেনা নিহত হইয়াছে। ঐ এলাকায় শত্রুদের একটি ঘাটি আক্রমণ করিয়া ৫ জন শত্রুসেনাকে খতম করিয়াছে।
বাংলার বাণী ॥ ৬ সংখ্যা
৫ অক্টোবর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯