৫ নৌকা রসদ উদ্ধার
কাওরাইদ ঃ ১৭ই সেপ্টেম্বর ৫টি নৌকা ভর্তি ৫৭০ মন আটা ১০ মন চিনি ১০ টিন ঘি ও ১০০ পাউন্ড চা মুক্তিবাহিনী উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে প্রকাশ, কাওরাইদ থেকে উক্ত মালপত্র ভালুকা ক্যাম্পে পাঠানাের সংবাদ পেয়ে জঙ্গী দস্যুরা ভালুকা ঘাটী হতে নৌকাগুলাের উদ্দেশ্যে যাত্রা করে। মুক্তি সেনারা উক্ত সংবাদ পেয়ে রাজাই ইউনিয়নের জামিরাপাড়ায় পাক বাহিনীর গতিরােধ করে এবং উভয় পক্ষেই গুলী বিনিময় হয়। ফলে ৭ জন খানসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়। মুক্তিযােদ্ধারা প্রাপ্ত জিনিষপত্র স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করে দেয়। আরও জানা যায়, উক্ত মাল উদ্ধারকল্পে পরের দিন জঙ্গী কুত্তারা তথায় গমন করে এবং মালপত্র না পেয়ে প্রতিশােধ গ্রহণের জন্য জন সাধারণের ঘরবাড়ী পুড়ায়ে দেয় ও নির্যাতন শুরু করে। এই সংবাদে মুক্তিবাহিনী দ্বিতীয় দফায় আক্রমণ করে ৭ জন বর্বর হানাদার সেনা ও ১৩ জন রাজাকারকে হত্যা করে।
জাগ্রত বাংলা ১: ৩
৩০ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯