পাক নৌজাহাজ বিধ্বস্ত
৯ কোটি টাকার অস্ত্র গােলাবারুদ ধ্বংশ সম্প্রতি ভূয়াপুরের মাটিকাটায় টাঙ্গাইল সেক্টরের বৃহত্তম যুদ্ধ সংঘটিত হয়েছে। গত ১০, ১১ এবং ১২ আগস্ট তিন দিনের প্রচণ্ড যুদ্ধে মুক্তিবাহিনী পাক হানাদার শয়তান সেনাদের ১৫৪ জনকে হত্যা করেছে। এবং পাকিস্তান নৌবাহিনীর আর, এস, ইউ. ইঞ্জিনীয়ার্স এল, সি : ৩ নামে ৯ কোটি টাকার অস্ত্রশস্ত্র গােলাবারুদ বােঝাই একটি জাহাজ এবং একটি লঞ্চ ধ্বংস করে দিয়েছে। জাহাজটি তিন হাজার টন। ওজনের অস্ত্র-শস্ত্র গােলাবারুদ এবং ৮ হাজার গ্যালন ডিজেল তৈল বহন করছিলাে। মুক্তিবাহিনী জাহাজ অধিকার করে প্রচুর অস্ত্র-শস্ত্র গোলাবারুদ উদ্ধার করে এবং পরে বিস্ফোরণ ঘটিয়ে জাহাজটি ধ্বংশ করে। দেয়। ঘটনার বিবরণে প্রকার সৈয়দপুর ক্যান্টনমেন্ট ২১ কোটি টাকার অস্ত্র ও গােলাবারুদ পৌছে দেবার জন্যে পাকিস্তান নৌবাহিনীর চারটি জাহাজ আর,এস,ইউ, ইঞ্জিনীয়ার্স এল, সি : ১, এল, সি, ২ এল, সি, : ৩, এল, সি : ৪ এবং তিনটি লঞ্চ ৫ই আগস্ট নারায়ণগঞ্জ থেকে ফুলছড়ি ঘাটের দিকে। যাত্রা করে। নারায়নগঞ্জে ৭০০ বন্দী ই, পি, আর কে ৯ দিন ২৪ ঘণ্টা অমানুষিক পরিশ্রম করিয়ে এই জাহাজগুলি বােঝাই করতে বাধ্য করা হয়। ১০ই আগস্ট এই নৌবহরটি ভূয়াপুরের কাছাকাছি ধলেশ্বরী। নদী দিয়ে এগুতে থাকে। মাটিকাটার কাছে এলে মুক্তিবাহিনী এই নৌবহরটিকে…
রণাঙ্গন (১) ১ ৪
২৬ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯