সুরমা নদীর তীরে খানদের দুর্দশা
সিলেট, ২৩শে সেপ্টেম্বর-সম্প্রতি মুক্তিবাহিনীর এক নৈশকালীন গ্রেনেড আক্রমণে সুরমা নদীর তীরবতী কদমতলা বাসস্ট্যান্ডের সন্নিকটে কয়েকজন খান সেনা হতাহত হয়। পরদিন এই ঘটনার প্রতিশােধ নেবার জন্য পাকসেনারা সেখানকার প্রায় ২০০ জন লােককে মারধাের করে। এছাড়া বহুসংখ্যক নারীকে বিবস্ত্র করে বারংবার তাদের শ্লীলতাহানি করে। বিভিন্নস্থানে খানসেনাদের হত্যা, লুণ্ঠন ও অগ্নি সংযােগ জগন্নাথ থানা সদরে ব্যারিষ্টার আবদুল মতিনের বাড়িসহ খানসেনারা অসংখ্য বাড়ি-ঘর ধ্বংস করে দেয়। এবং বহু ব্যক্তিকে হত্যা করে। রসুলগঞ্জ এবং জকিগঞ্জ এলাকায় খানসেনারা ব্যাপক হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোেগ চালায়।
সাপ্তাহিক বাংলা ॥১; ২
২৬ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯