You dont have javascript enabled! Please enable it! 1971.09.26 | যেখানেই শত্রু দেখবেন সেখানেই আঘাত করুন - সংগ্রামের নোটবুক

যেখানেই শত্রু দেখবেন সেখানেই আঘাত করুন

উসমানি

(ষ্টাফ রিপাের্টার)। মুজিবনগর, ২৫শে সেপ্টেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কর্ণেল এম, এ, জি, উসমানি আজ জাতির উদ্দেশ্যে প্রদত্ত এক বেতার ভাষণে বলেন, বাংলাদেশের সংগ্রাম বিচার ও সত্যের স্বপক্ষে এক জেহাদ। বাংলাদেশের জনগণ যে কোন মূল্যে দেশকে মুক্ত করার জন্য দৃঢ়প্রতিক্ষ। জনাব ওসমানি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বিনাসর্তে মুক্তি দিয়ে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং পশ্চিম পাকিস্তানী সমস্ত সৈন্য অপসারণ করা হলে বাংলাদেশ প্রশ্নে কোন মীমাংসার প্রশ্নই উঠতে পারে না। বাংলাদেশের জনগণের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, আপনারা বাংলাদেশের যেখানেই থাকুন, নদী, হ্রদ, ক্ষেত-খামার, গ্রামাঞ্চলে, সড়ক, শহর, নগর—যেখানেই শত্রুকে দেখতে পাবেন, তাকে আঘাত করবেন।

বীরত্বের পুরস্কার। বাংলাদেশ মুক্তিযােদ্ধা প্রধান জনাব উসমানি ঘােষণা করেন, শত্রু নিধনের কাজে মুক্তিবাহিনীর যে সব সৈনিক বীরত্ব প্রদর্শন করেছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সেই সব বীর যােদ্ধাদেরকে পুরস্কার দেয়া হবে। সর্বোচ্চ পুরস্কারের পরিমাণ হবে দশ হাজার টাকা।  অন্যান্য পুরস্কারের পরিমাণ যথাক্রমে পাঁচ হাজার, এবং দুই হাজার টাকা। বীরত্বের স্বীকৃতি স্বরূপ ‘একটি সার্টিফিকেট দেওয়া হবে। কর্ণেল উসমানি বলেন, নিহতদের নিকটতম আত্মীয়বর্গকে নগদ টাকা দেওয়া হবে এবং সরকার তাদের বাসস্থান ও আহারের ব্যবস্থা করবেন। এ ছাড়া মুক্তি যুদ্ধে যাদের অঙ্গহানি হয়েছে তাদের জীবিকার্জনের ব্যবস্থাও করা হবে।  মুক্তিবাহিনীর সাফল্য ; সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। বাংলাদেশের মুক্তিবাহিনী ছ’মাসে যে সাফল্য অর্জন করেছে ভিয়েৎনাম দেড় বৎসরেও তা করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।  জনাৰ উসমানি বলেন আমরা তিনশ’ অফিসার সহ ২৫ হাজার পাকিস্তানী সৈন্য খতম করেছি। আমাদের পক্ষের নিহতের অনুপাত খুবই সামান্য ১৪০। অস্ত্র সরবরাহ সম্পর্কে কর্ণেল উসমানি বলেন, মুক্তিবাহিনী প্রচুর পরিমাণ গােলা বারুদসহ মার্কিন চীনা এবং ইরানী অস্ত্র এবং প্রচুর গােলাবারুদ হস্তগত করেছে।

সাপ্তাহিক বাংলা ১: ২

২৬ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯