You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | অর্থ ও দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্য করার জন্য ভারতীয় রেডক্রসের ত্রিপুরা রাজ্য শাখা সমস্ত শ্রেণীর মানুষের কাছে আবেদন | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

আবেদন

১৯৭১ সালের জনগণনা অনুসারে ত্রিপুরার জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ ৫৬ হাজার। উপরন্তু ১১ লক্ষেরও বেশি। শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নিয়েছেন। এখনাে শরণার্থীরা অনবরত ত্রিপুরায় আসছেন।
সারা দেশ থেকে ত্রিপুরা প্রায় বিচ্ছিন্নই বলা চলে। কেবল উত্তর দিকে আসামের সঙ্গে স্থলপথে এই রাজ্যের যােগাযােগ আছে।
ত্রিপুরার রাজধানী আগরতলার সঙ্গে সড়ক থেকে বাইরের যােগাযােগ ব্যবস্থা ঘােরালাে ও অসুবিধাজনক। তাই প্রয়ােজনীয় ত্রাণ সামগ্রীর অধিকাংশ আকাশপথে পরিবহন করতে হয়।
এই দূরবর্তী ও অসুবিধাজনক অঞ্চলে আগত এক অস্বাভাবিক সংখ্যক শরণার্থীর ত্রাণ ব্যবস্থা করতে হলে প্রত্যে” আন্তরিক সহযােগিতা আবশ্যক।
এই সমস্যার সমাধান করতে হলে আপনাদের সাহায্য ও সহানুভূতি একান্ত অপরিহার্য।
আপনাদের ক্ষুদ্র দানই আমাদের শক্তির বিরাট উৎস।
মুক্তহস্তে অর্থ ও দ্রব্য সামগ্রী দিয়ে সাহায্য করার জন্য ভারতীয় রেডক্রসের ত্রিপুরা রাজ্য শাখা সমস্ত শ্রেণীর মানুষের কাছে আবেদন জানাচ্ছেন।
ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আগরতলা (ত্রিপুরা)
শাখায় চেক পাঠিয়ে সাহায্য করুন।
ত্রিপুরা সরকারের জনসংযােগ ও পর্যটন অধিকারের
সৌজন্যে প্রচারিত।

সূত্র: ত্রিপুরা
৪ আগস্ট, ১৯৭১
১৯ শ্রাবণ, ১৩৭৮