You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের ত্রাণ তহবিলে দান

আগরতলা, ২৮ জুলাই ॥ শরণার্থীদের জন্য খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা সরকার যথাসাধ্য করছেন। আমাদের কর্তব্য হবে শরণার্থীরা যে কারণে এই রাজ্যে আশ্রয় প্রার্থী হয়ে এসেছেন সেই কারণটির প্রতি লক্ষ রেখে তাদের সহায়তা দানের ব্যবস্থা করা।
আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্র লাল সিংহ বিশালগড় দক্ষিণাঞ্চলীয় বাংলাদেশ শরণার্থী সহায়ক কমিটির সদস্যদের সঙ্গে আলােচনা প্রসঙ্গে ঐ মনােভাব ব্যক্ত করেন।
বিশালগড় দক্ষিণাঞ্চল বাংলাদেশ সহায়ক কমিটি শরণার্থীদের জন্য সংগৃহীত দুইশত একটাকা বাংলাদেশ ত্রাণ তহবিলের জন্য মুখ্যমন্ত্রীর হাতে অর্পণ করেন। তারা বিশালগড় এলাকার জনসাধারণ ও ব্যবসায়ীদের নিকট থেকে বাংলাদেশের শরণার্থীদের জন্য দান হিসেবে অর্থ সংগ্রহ করেন।
মুখ্যমন্ত্রীর বাসভবনে আজ অপরাহ্নে উপস্থিত হয়ে উক্ত কমিটির সদস্যদের পক্ষ থেকে কমিটির সভাপতি শ্ৰীটুকু মিঞা এ দান মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। ঐ সময় কমিটির সহ-সভাপতি শ্রীঅমূল্য ভূষণ লােধ, সম্পাদক শ্রীহরিপদ দেববর্মা সহ-সম্পাদক শ্রীপুলিন বিহারী দেব ও কোষাধ্যক্ষ শ্রীবিজয় কুমার লস্কর উপস্থিত ছিলেন।

সূত্র: ত্রিপুরা
৪ আগস্ট, ১৯৭১
১৯ শ্রাবণ, ১৩৭৮

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!