You dont have javascript enabled! Please enable it!

খান দস্যুরা বেসামাল  গ্রাম-বাংলায় নাপাম বােমা বর্ষণ

(স্টাফ রিপাের্টার)। মুজিবনগর, ২৪শে সেপ্টেম্বর গত একমাস ধরে ময়মনসিংহ জেলার কিশােরগঞ্জ ও টাঙ্গাইল জেলার কতিপয় স্থানে পাক বিমান বাহিনী নিরীহ গ্রামবাসী ও জনতার উপর নাপাম বােমা বর্ষণ করে। মুক্তি বাহিনীর গেরিলাদের তৎপরতায় বেসামাল বর্বর পাক বাহিনী বিমান আক্রমণ চালায়।  বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে গত দুই সপ্তাহে অন্ততঃ শ’তিনেক পাকসৈন্য মুক্তিযােদ্ধাদের আকস্মিক আক্রমণের ফলে হতাহত হয়েছে। মুক্তিযােদ্ধাদের এক মুখপাত্র প্রকাশ করেন যে, এই সংঘর্ষে পাক বাহিনীর দুইজন ক্যাপ্টেন নিহত হয়েছে।  গত ১২ই সেপ্টেম্বর রাধানগর এলাকায় ৬০ জন পাক সেনাসহ বহু রাজাকার নিহত হয়। একই দিনে মুক্তিযোেদ্ধারা দুইটি পাক সৈন্য বােঝাই লঞ্চ ডুবিয়ে দেয়। এই সময়ে ময়মনসিংহের ৪০ জন এবং ধর্মপাশাতে ৫০ জন পাক সেনা খতম হয়।  জানা গিয়েছে যে, এ সপ্তাহে কুমিল্লার কসবা, লাতুমুরা, সৈয়দাবাদ কোটেশ্বর প্রভৃতি স্থানে গেরিলাদের বিক্ষিপ্ত আক্রমণে ২১৫ জন পাক সৈন্য নিহত হয়েছে।

সাপ্তাহিক বাংলা ১: ২

২৬ সেপ্টেম্বর ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!