You dont have javascript enabled! Please enable it!

মুক্তি বাহিনীতে অফিসার পদে লােক নিয়োেগ

বাঙলাদেশ মুক্তি বাহিনীতে দ্বিতীয় পর্যায়ে অফিসার ট্রেনিং কোর্সের জন্য প্রার্থী মনােনয়ন করা হবে । আগামী ২৩শে অক্টোবর থেকে এই ট্রেনিং শুরু হবে। যােগ্যতাঃ যারা পূর্ব থেকেই চাকুরীতে বহাল রয়েছন তাদের ক্ষেত্রে ঃ(i) প্রার্থীর বয়স চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর অনুর্ধ ২৭ বছর; (ii) সর্বনিম্ন শিক্ষাগত যােগ্যতা ও ম্যাট্রিক অথবা সমপর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বীরত্বমূলক কাজের বিশেষ যােগ্যতা এবং প্রথম শ্রেণীর শিক্ষা সার্টিফিকেট (ফার্স্টক্লাশ সার্টিফিকেট অব এডুকেশন) থাকা বাঞ্ছনীয়। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ঃ (i) চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর বয়স অনুর্ধ ২৫ বছর । (ii) সর্বনিম্ন শিক্ষাগত যােগ্য কোন অনুমােদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইন্টারমিডিয়েট পাশ অথবা সমপর্যায়ের শিক্ষাগত যােগ্যতা। দৈহিক যােগ্যতা ও প্রার্থীকে অবশ্যই সুস্থ-সবল স্বাস্থ্যের অধিকারী এবং ডাক্তার কর্তৃক দৈহিক যােগ্য বলে ঘােষিত হতে হবে। | আবেদন পত্র এমাসের ২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সেক্টর কমান্ডারের নিকট প্রার্থীদের আবেদন। পত্র অবশ্যই পৌছাতে হবে। আবেদন পত্রে প্রার্থীর নাম, বয়স এবং পূর্ণ ঠিকানা উল্লেখ থাকতে হবে। মনােনয়ন প্রসঙ্গে ঃ (১) ৩০শে সেপ্টেম্বরের মধ্যেই প্রাথমিক মনােনয়নের কাজ সম্পন্ন হবে। (২) প্রাথমিক মনােনয়নে যারা নির্বাচিত হবেন, তাঁদের পরীক্ষা (ইন্টারভিউ) গ্রহণ করা হবে এবং আগামী ১০ই অক্টোবর নাগাদ মনােনয়ন বোের্ড চূড়ান্ত নির্বাচনের কাজ সম্পন্ন করবেন।

জয়বাংলা (১) a১; ২০

২৪ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯