You dont have javascript enabled! Please enable it! 1971.09.22 | রৌমারী চিলমারী রণাঙ্গন রৌমারী - সংগ্রামের নোটবুক

রৌমারী চিলমারী রণাঙ্গন রৌমারী ॥ ২২শে সেপ্টেম্বর

(নিজস্ব সংবাদ দাতা প্রেরিত)। গত এক সপ্তাহে রৌমারী চিলমারী রণাঙ্গনে কয়েক দফা খণ্ড যুদ্ধ সংঘটিত হয়। আমাদের মুক্তিফৌজের গুলির আঘাতে মােট ১৫ জন পাক সেনা নিহত হয় এবং ১৫ থেকে ২০ জন আহত হয়।  সংবাদে আরও প্রকাশ পাক সৈন্যের একটি লঞ্চ বিপুল অস্ত্র শস্ত্রসহ বাহাদুরাবাদ ঘাট হতে চিলমারী আসতে থাকলে কোদাল কাটির নিকট মুক্তিফৌজের যােয়ানরা উক্ত লঞ্চটিকে বাধা দেয়। উভয় পক্ষে বিপুল গােলাগুলির পর ১৫ জন পাঞ্জাবী সেনা সহ লঞ্চটি ব্রহ্মপুত্রের বুকে নিমজ্জিত হয়।

অগ্রদূত ১ : ৪।

২২ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯