ময়মনসিংহে নাপাম বোেমা বর্ষণ। ১৪ই সেপ্টেম্বর। জানা গেছে ইদানিং ময়মনসিংহে মুক্তি বাহিনীর তৎপরতা ভীষণ রকম বৃদ্ধি পেয়েছে। ময়মনসিংহ জিলার প্রায় অধ্যাংশ বর্তমানে মুক্তি বাহিনীর নিয়ন্ত্রণে। কিশােরগঞ্জ ও টাঙ্গাইল এখন সম্পূর্ণ পাক হানাদার থেকে মুক্ত। কয়েকদিন আগেই আমাদের অসম সাহসী গেরীলারা এখান থেকে পাক সৈন্যদের তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে। এরপর পাক হানাদাররা কয়েকবারই নিজেদের দখলে নেবার জন্য হামলা চালিয়েছে কিন্তু প্রতিবারই মুক্তি বাহিনরি প্রচণ্ড মারের চোটে পালিয়ে গেছে। ইদানিং নরপশুর দল মরিয়া হয়ে উঠেছে। কয়েকদিন ধরেই অনবরত পাক বােমারু বিমানগুলাে বেসামরীক জনতার উপর নাপাম বােমা বর্ষণ করছে। এতে অসংখ্য বাড়ীঘর এবং ফসল পুড়ে গেছে। | কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরি মধ্যে দেড়শত লােকের প্রাণহানির সংবাদ পাওয়া গেছে। বর্বর ইয়াহিয়া সরকার এর প্রতিকারের কোনই ব্যবস্থা করেনি। এমন কি কলেরা ইনজেকশন পর্যন্ত দেওয়া হচ্ছে না এই সমস্ত দুর্গত এলাকায়।
বিপ্লবী বাংলাদেশ ১ ৬ ০
১৯ সেপ্টেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯