শরনার্থীদের জন্য ভারতের ছাত্র-ছাত্রীরা রাজপথে
মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী-শিক্ষকদের অবদান অনস্বীকার্য। বিপুল পরিমাণ শরনার্থী যখন ভারতে ঢুকে পড়ছিলো, তখন তাদের খাবার, চিকিৎসা, বাসস্থান, নিরাপদ পানি, শৌচাগার সহ নিরাপত্তা দিতে সরকার হিমশিম খাচ্ছিল, বিদেশ থেকে তেমন কোন সাহায্য পাওয়া যাচ্ছিলনা, ঠিক সেই সময়ে ছাত্র-ছাত্র-শিক্ষকেরা রাজপথে নেমে এসেছিলেন। শরনার্থীদের জন্য সাহায্য সংগ্রহ করেছেন। তাদের কলম থেমে থাকেনি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে তাঁরা চিঠিও পাঠিয়েছেন, নানান প্রোগ্রাম করেছেন। ভারতের সাধারণ জনগণ যার পক্ষে যেটুকু করা সম্ভব সাহায্য করেছে। সেসব ইতিহাস বিস্তারিতভাবে কোনোদিন কোন দলিলে লিপিবদ্ধ হয়নি। হবে বলেও মনে হয়না। এখন সবাই পারলে সেসব মুছে ফেলতে পারলেই বাঁচে।
ভিডিওর সময়কাল – ২৫ অক্টোবর ১৯৭১
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।