খান সেনাদের জুজুর ভয়
বিদেশী পত্রিকা পড়তে মানা। আমাদের বিশেষ প্রতিনিধি রাওয়ালপিণ্ডি থেকে জানিয়েছেন এহিয়া সরকার পাকিস্তানের ভিতরে বিদেশী পত্র-পত্রিকার ওপর সেন্সর বিধি প্রয়ােগ করে সকল রকম বিদেশী পত্রিকার বণ্টন স্থগিত রেখেছেন যাতে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে বিদেশে কি হচ্ছে না হচ্ছে তাহা যেন পাকিস্তানীরা বুঝতে না পারে। মখলা মাথায় দেওয়া নিষেধ। বাংলাদেশের কৃষকরা রােদ বৃষ্টিতে মাখলা (বাঁশ দিয়ে তৈরী বড় ছাতার মত) মাথায় দিয়ে ক্ষেতে খামারে কাজ করেন। পাক-সেনাদের ভয়, এগুলাের মধ্যে মুক্তিযােদ্ধারা অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখে। সুতরাং বাংলাদেশের এহিয়ার দখলীকৃত এলাকায় আইনজারী হয়েছে মাখলা মাথায় দেয়া চলবে না। পদ্মা মেঘনা যমুনায় নৌকা চলাচল নিষিদ্ধ। জঙ্গীশাহী নুতন আর একটি ফরমান জারী করেছেন অতপর বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা নদীতে এখন থেকে আর নৌকা চলাচল করতে পারবে না। ৭ বৎসর কারাদণ্ড এখন থেকে এহিয়া একটি নূতন ফরমান জারি করেছেন, পাকিস্তানের ভিতরে কেহ সামরিক সরকারের সমালােচনা করতে পারবে না। যদি সামরিক সরকারের সমালােচনা কেহ করে তাহলে ৭ বৎসর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। আমাদের শুক্কর আলির জিজ্ঞাসা পাকিস্তান সম্বন্ধে বিদেশীদের সমালােচনা করাও কি এহিয়া বন্ধ করতে পারবেন?…