You dont have javascript enabled! Please enable it!

যশােহর, কুষ্টিয়া ও খুলনার বিস্তীর্ণ এলাকা মুক্তিসেনার দখলে

(নিজস্ব সংবাদদাতা) স্বাধীনতা রক্ষার অতন্ত্র প্রহরী বীর মুক্তিসেনার বিজয় সাফল্য অব্যাহত রয়েছে। সম্প্রতি স্বাধীন বাঙলা বেতার কেন্দ্র হতে প্রচারিত এক খবরে প্রকাশ, মুক্তি সেনারা শত্রু বাহিনীর উপর প্রবল আক্রমণ চালিয়ে যশােহর, কুষ্টিয়া ও খুলনার বিস্তীর্ণ অঞ্চল নিজেদের করায়ত্তে এনেছেন। এই অঞ্চলে মুক্তি বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে বিপুল ক্ষয়ক্ষতি স্বীকার করে পাক ফৌজ পিছু হটতে বাধ্য হয়। বিভিন্ন সেক্টরে মুক্তি সেনানীদের গেরিলা কায়দায় চোরাগুপ্তা, ঝটিকা ও অতর্কিত হামালার ফলে পাক ফৌজের মধ্যে বিভিষিকার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই মুক্তিসেনাদের হাতে অসংখ্য পাক ফৌজ নিহত হচ্ছে। | সিলেট কুমিল্লা, চট্টগ্রাম-নােয়াখালী, ময়মনসিংহ টাংগাইল, ঢাকা, দিনাজপুর, রংপুর, খুলনা যশােহর-কুষ্টিয়া, বগুড়া রাজশাহী প্রভৃতি রণাঙ্গণে মুক্তি সেনারা পাক-ফৌজের উপর তীব্র আক্রমণ চালিয়ে অসংখ্য পাক-ফৌজকে নিহত করেছেন। মুক্তি সেনাদের তীব্র গেরিলা তৎপরতার ফলে এই সব অঞ্চলের রাস্তা-ঘাট, রেলপথ ও সেতু প্রভৃতির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় পাক-ফৌজের পক্ষে সংযােগ রক্ষা করা দুরহ হয়ে দাঁড়িয়েছে। মুক্তিসেনারা এ অঞ্চলে তীব্র আক্রমণ চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রগােলাবারুদ হস্তগত ছাড়াও সংযােগ রক্ষাকারী রেল সেতু ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধন করেছেন।  স্বাধীন বাঙলাবেতার কেন্দ্রের এক খবরে প্রকাশ গত পাঁচমাসে মুক্তি বাহিনীর হাতে ত্রিশ হাজারেরও বেশী পাক-ফৌজ নিহত এবং ১১টি জাহাজ ধ্বংস হয়েছে।

বাঙলাদেশ। ১:

২৪ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –বাঙলাদেশ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!