You dont have javascript enabled! Please enable it!

ওরা চরণে দলে গেল মরণ-শঙ্কারে

নিজস্ব বার্তা পরিবেশক)। সিলেট জিলার অন্তর্গত মৌলভীবাজার মহকুমার বিভিন্ন স্থানের মুক্তিযুদ্ধে কমিউনিস্ট পার্টির আরও তিন জন সমর্থক শহীদ হইয়াছেন। পাকিস্তানী হানাদার সৈন্যদের বিরুদ্ধে অসমসাহসিক লড়াইয়ে তাহারা বীরের মৃত্যু বরণ করেন। ইহাদের সাহসিকতা ও দেশপ্রেম চিরদিন মুক্তিযােদ্ধাদের অনুপ্রাণিত করিবে।  (১) সম্প্রতি কমলপুর সেক্টরে এক গেরিলা অভিযানে শহীদ হন সিলেট সদর থানার জালালপুরের সুরুজ। তিনি কালীপুর চাবাগানে গেরিলা অভিযানে গিয়াছিলেন।  (২) ফেঞ্চুগঞ্জ সার কারখানায় অভিযান চালাইতে গিয়া নেওয়ার আলী গ্রেফতার হন। স্থানীয় দালালরা তাহাকে ধরাইয়া দিয়াছিল। পরে পাক সৈন্যরা তাহাকে নির্মমভাবে হত্যা করে। শহীদ নেওয়ার আলীর বাড়ী সিলেট সদর থানার কালিমুখ বাজারে। ৩) বিয়ানীবাজার থানা ন্যাপের সহ-সভাপতি আব্দুল খালেক সম্প্রতি পাকিস্তানী সামরিক বাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরে তাহাকে পিটাইয়া মারিয়া ফেলা হয়। অপর একজন ছাত্র ইউনিয়ন কর্মী বড়লিখা থানার দিলখুসা চা বাগানে গেরিলা অভিযানে যাইয়া গুরুত্বৰূপে আহত হন।

মুক্তিযুদ্ধ ১৯

৪ সেপ্টেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –মুক্তিযুদ্ধ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!