You dont have javascript enabled! Please enable it! 1971.08.31 | রৌমারীতে বিরাট জনসভায় বিগ্রেঃ জে, রহমান - সংগ্রামের নোটবুক

রৌমারীতে বিরাট জনসভায় বিগ্রেঃ জে, রহমান

রৌমারী ॥ ২৮শে আগস্ট রৌমারী থানাও তদসংলগ্ন চিলমারী, উলিপুর, সুন্দরগঞ্জ ও দেওয়ানগঞ্জ থানা সমূহের মুক্ত অঞ্চলগুলির প্রশাসনের জন্যে স্বাধীন বাংলা সরকার একটি সাব জোনের সৃষ্টি করেছে এবং গত ২৮শে আগস্ট বেসামরিক প্রশাসন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই উপলক্ষে এক বিরাট জনসভায় বক্তৃতা দান কালে বিগ্রেঃ জে, রহমান সাহেব বলেন যে, আজকের দিনটি রৌমারী ও  তদসংলগ্ন মুক্ত এলাকা সমূহের অধিবাসীদের জন্য একটি গৌরবময় দিন-কারণ স্বাধীন বাংলা সরকারের বেসামরিক প্রশাসন বাংলাদেশের মুক্ত অঞ্চলগুলির মধ্যে এই অঞ্চলে সর্বপ্রথম চালু করা। হল। স্বাধীন বাংলার সংগ্রামী ইতিহাসের এক গৌরবময় অধ্যায় আজ রচিত হল। তিনি দীপ্ত কণ্ঠে ঘােষণা করেন স্বাধীন বাংলার পতাকা ইনশাল্লাহ্ চীরদিনের জন্য এখানেই উডীয়ান থাকবে। নূতন সরকারকে জিয়িয়ে রাখা এদেশের জনসাধারণের কর্তব্য। সরকারের সকল কাজে পূর্ণ সহযােগীতা করার জন্য তিনি জনসাধারণকে আহ্বান করেন। বাংলাদেশের অধিকৃত অঞ্চলগুলিতে দস্যু পাঞ্জাবী। বাহিনীর বর্বরতার ইতিহাস বর্ণনা করে তিনি বলেন, বাংলাদেশের সকল সুস্থ নারী পুরুষকে সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে এবং যে কোন মূল্যে বিদেশী দস্যু বাহিনীকে এদেশের পবিত্র মাটি থেকে বিতাড়িত করতেই হবে এবং সেদিন আর বেশী দেরি নাই-যেদিন তারা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে।

অগ্রদূত ১ ১ ০

৩১ আগস্ট ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –অগ্রদূত