You dont have javascript enabled! Please enable it! 1971.08.23 | ক্যামন বুঝতাছেন - সংগ্রামের নোটবুক

ক্যামন বুঝতাছেন

কুমিল্লা থেকে আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি লিখেছেন যে, গত ৩রা আগস্ট চৌদ্দগ্রাম থেকে লাকশাম যাওয়ার পথে জনৈক পাক মেজর বাড়া বাজারে এক ভাষণ প্রদান করেন। মুক্তিফৌজ-আতঙ্কগ্রস্ত অফিসার বলেন এ পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় আমাদের ৪ শতাধিক নিয়মিত সৈন্য প্রাণ হারিয়েছে। আমরা তার জবাব দেব। প্রয়ােজন হলে চৌদ্দগ্রামের অস্তিত্ব বিলীন করবাে। তিনি বলেন-আপনারা আর ১টি যুবককেও মুক্তিফৌজে দেবেন না। কারণ ১জন মুক্তিফৌজের পেছনে আমাদের ১০ জন সৈন্যকে নিয়ােজিত থাকতে হয়। আমাদেরকে এভাবে অদৃশ্য আক্রমণ ও হয়রানি করা হলে আমরা অবশ্যই সকল যুবককে খতম করবাে।

বাংলাদেশ (১) ১; ১২

২৩ আগস্ট ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –বাংলাদেশ