You dont have javascript enabled! Please enable it!

ক্যামন বুঝতাছেন

কুমিল্লা থেকে আমাদের ভ্রাম্যমান প্রতিনিধি লিখেছেন যে, গত ৩রা আগস্ট চৌদ্দগ্রাম থেকে লাকশাম যাওয়ার পথে জনৈক পাক মেজর বাড়া বাজারে এক ভাষণ প্রদান করেন। মুক্তিফৌজ-আতঙ্কগ্রস্ত অফিসার বলেন এ পর্যন্ত চৌদ্দগ্রাম থানায় আমাদের ৪ শতাধিক নিয়মিত সৈন্য প্রাণ হারিয়েছে। আমরা তার জবাব দেব। প্রয়ােজন হলে চৌদ্দগ্রামের অস্তিত্ব বিলীন করবাে। তিনি বলেন-আপনারা আর ১টি যুবককেও মুক্তিফৌজে দেবেন না। কারণ ১জন মুক্তিফৌজের পেছনে আমাদের ১০ জন সৈন্যকে নিয়ােজিত থাকতে হয়। আমাদেরকে এভাবে অদৃশ্য আক্রমণ ও হয়রানি করা হলে আমরা অবশ্যই সকল যুবককে খতম করবাে।

বাংলাদেশ (১) ১; ১২

২৩ আগস্ট ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –বাংলাদেশ