পূর্ববঙ্গের উদ্বাস্তুদের জন্য সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিকে কেন্দ্র খাদ্য সাহায্য করবে
নয়াদিল্লী, ২৭ এপ্রিল (ইউ, এন,আই)- পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের খাদ্যের প্রয়ােজনীয়তা সম্পর্কে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সজাগ রয়েছে এবং খাদ্য পরিস্থিতি মােকাবিলা করার জন্য সর্বপ্রকারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেন্দ্রীয় খাদ্য ও কৃষি দপ্তরের জনৈক মুখপাত্র আজ এ মর্মে এক বিবৃতিতে বলেন যে, পূর্ববঙ্গের সীমান্ত বরাবর রাজ্যগুলির খাদ্যের প্রয়ােজনীয়তা মেটানাে হবে। এইসব রাজ্যগুলিতে খাদ্য মজুদ রয়েছে এবং উদ্বাস্তু আগমন চলতে থাকলে তা ব্যবহার করা হবে।
উক্ত মুখপাত্র আরাে জানান যে, সীমান্ত সংলগ্ন রাজ্যগুলি কেন্দ্রের কাছে অতিরিক্ত খাদ্যের যে দাবি করেছে তা শীঘ্রই পূরণ করা হবে।
আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, মেঘালয়, মনিপুর, ত্রিপুরা ও নেফা থেকে কেন্দ্রের কাছে অতিরিক্ত খাদ্য সরবরাহের দাবি করা হয়েছে।
সূত্র: কালান্তর, ২৮.৪.১৯৭১