মুক্তিফৌজ শিক্ষা শিবিরে স্বরাষ্ট্র মন্ত্রী
কামরুজ্জামান হেনা
(মুক্তি ফৌজ প্রতিনিধি)। বাংলাদেশের মুক্তি ফৌজ শিবির ও প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী মুহঃ কামরুচ্ছুমান হেনা। | মন্ত্রী ফেীজি সমাবেশ বক্তৃতা প্রসঙ্গে ঘোষণা করেন যে, আহত মুক্তিসেনার সমগ্র দায়-দ্বায়িত্ব এবং নিহত সৈনিকের পরিবার রক্ষণাবেক্ষণ ও সমস্ত দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করবে। বাংলাদেশ সরকারের সীমিত সম্পদ ও সহায় সম্বলের উল্লেখ পূর্বক মন্ত্রী বলেন, “যেটুকু সহায়তা, যতটুকু অর্থ আমরা সগ্রহ করতে পারব, তার প্রতিটি বিন্দু আমরা তােমাদের জন্য ব্যয় করব।” প্রাসঙ্গিক ভাবে মন্ত্রী আরও ঘােষণা করেন যে, “যদি আরামে থেকে নেতা হওয়ার স্বপ্ন দেখি, তাহলে। তােমরাই আমাদের নেতৃত্ব মুছে ফেলবে।”
সােনার বাংলা (বাংলার কথা) ১ ১
১৪ আগস্ট ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –সােনার বাংলা