ঠাকুরগাঁও মুক্তিফৌজের দখলে
দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা থেকে খানসেনাদের হটিয়ে দিয়ে মুক্তিফৌজরা সেখানে বাঙলা দেশ সরকারের শাসন কায়েম করেছে। ঠাকুরগাঁও ও তার আশে পাশের অঞ্চলে এখন বাঙলা দেশের জাতীয় পতাকা উড়ছে। প্রতিদিন আমাদের নিকট সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশােহর রণাঙ্গণের প্রচণ্ড যুদ্ধের খবর এসে পৌছাচ্ছে। প্রতিটি রণাঙ্গনে আমাদের মুক্তিফৌজের কমাণ্ডেরা বীরবিক্রমে যুদ্ধ চালিয়ে খানসেনাদের ব্যতিব্যস্ত করে তুলেছে। শীতলকুচী রংপুর রণাঙ্গনের শীতলকুচি এলাকায় ৬০ জন বালুচ সৈন্য মুক্তিফৌজের হাতে আত্মসমর্পণ করে খানসেনাদের প্রতি বিতৃষ্ণা জ্ঞাপন করেছে। এ থেকেই প্রমাণিত হয় যে, পাঞ্জাবী সেনা ও বালুচ সেনাদের মধ্যে আত্মকলহ চরমে উঠেছে।
সােনার বাংলা (১): ১:
৩ জুলাই ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –সােনার বাংলা