২৫ জানুয়ারী ১৯৭২ঃ কলকাতায় তাজউদ্দীন
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন ভারতের প্রজাতন্ত্র দিবসে অংশ নেয়ার জন্য দিল্লির পথে কলকাতায় যাত্রাবিরতিতে সাংবাদিকদের বলেছেন সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সুদীর্ঘ কাল সংগ্রাম করে যাওয়া চীন এক্ষনে আমাদের সাফল্যজনক সংগ্রামের বাস্তবতাকে স্বীকার করবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন আমাদের সংগ্রামে চীনের ভুমিকা দুঃখজনক, আমরা উহা ভুলে যেতে প্রস্তুত আছি যদি চীন বাংলাদেশের বাস্তবতাকে মেনে নেয়। তিনি বলেন বাংলাদেশ বিনা শর্তে চীনা নাগরিকদের বাংলাদেশ ত্যাগের অনুমতি দিয়েছে। তিনি আশা করেন চীন তেমনি বাংলাদেশের নাগরিকদের চীন ত্যাগে সাহায্য করবে। তিনি বলেন দীর্ঘ ৯ মাসে বাংলাদেশের জমিতে তেমন কোন চাষবাস না হওয়াতে দেশে প্রচণ্ড খাদ্য ঘাটতি দেখা দিতে পারে।