You dont have javascript enabled! Please enable it!

খােদ ঢাকা শহরেই

মুজিবনগর : ১৮ই জুলাই। বাংলাদেশ মুক্তিবাহিনীর সদর দফতরের গণসংযােগ বিভাগ সূত্রে জানা গেছে যে দুর্জয় মুক্তিযােদ্ধারা শত্রু পাকসেনাদের সদর দফতরে প্রচণ্ড তৎপরতা বৃদ্ধি করেছেন। | দুর্ধর্ষ মুক্তিযােদ্ধারা এ মাসের প্রথম সপ্তাহে ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টে ঢুকে হাত বােমা নিক্ষেপ করে পাক সেনাদের একজন অফিসার খতম করেন। তাঁরা জঙ্গী শাহীর পদলেহী পদস্থ সরকারী কর্মচারী জনৈক শহীদ আহমদকে হত্যা করেন। বীর মুক্তিযােদ্ধারা বাংলা দেশের মীরজাফর পিডিপি নেতা জনাব মাহমুদ আলীর বাস ভবনে হাতবােমা নিক্ষেপ করলে ১ ব্যক্তি নিহত হয়। শহরে টহল দানরত ৪ জন খানসেনা এবং ৫ জন পশ্চিম পাকিস্তানী পুলিশ মুক্তিযােদ্ধাদের আচমকা আক্রমণে খতম হয়। এ ছাড়া মুক্তিযােদ্ধারা বকশীবাজারস্থ সেকেন্ডারী এডুকেশন বাের্ডের দফতরে বােমা নিক্ষেপ করে বাের্ডের মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দিয়েছে এবং ভবনের ক্ষতি সাধন করেছে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনটিও মুক্তিযােদ্ধারা অকেজো করে দিয়েছে।

জয়বাংলা (১) [১; ১১.

২৩ জুলাই ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –জয়বাংলা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!