মুক্তিবাহিনী শপথে দৃপ্ত
বৃটিশ এম, পি ষ্টোন হাউজের মন্তব্য মুজিবনগর ৮ই জুলাই, বৃটিশ পার্লামেন্টের শ্রমিক দলীয় সদস্য মিঃ জন ষ্টোন হাউজ বলেছেন যে, কাল বিলম্ব না করে বাংলাদেশে জাতি সংঘ বাহিনী পাঠিয়ে সাড়ে ৭কোটি মানুষকে জঙ্গী ইয়াহিয়ার হাত থেকে রক্ষা করা উচিত। তিনি বলেন, বাংলাদেশের ৬০ লক্ষ লােক ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলা দেশের লােকদের দেশ ত্যাগ অব্যাহত রয়েছে। এক সঙ্গে এত লােকের দেশত্যাগ দুনিয়ার ইতিহাসে কোন নজীর নেই। তিনি বাংলাদেশে এই গণহত্যার বিরুদ্ধে প্রস্তাব নেয়ার জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি অনুরােধ করেন। | মিঃ ষ্টোন হাউজ গত ৬ই জুলাই সাংবাদিকদের জানান যে, বাংলা দেশের এই নারকীয় ঘটনায় গ্রেট বৃটেনের জনগণ বিক্ষুব্ধ। তিনি বলেন, বৃটিশ কমন্স সভায় এক তৃতীয়াংশ সদস্য বাংলা দেশকে স্বীকৃতি দানের এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপনের জন্য নােটিশ দিয়েছেন। তিনি আরও বলেন যে, ইতিমধ্যেই স্বাক্ষরিত সদস্য হয়তাে আরও বেড়ে গেছে। কমন্স সভায় রক্ষণ দলের কয়েকজন ইহার অনুকূলে মতামত ব্যক্ত করার চিন্তা করছেন। | সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিঃ ষ্টোন হাউজ বলেন, ভারতের উপর ৬০ লক্ষ বাস্তুহারা চাপিয়ে পাক সরকার যুদ্ধের থেকে কিছু কম অবস্থার সৃষ্টি করেনি। তিনি আরও বলেন, মুক্তি বাহিনীকে সাহায্য করলেই ভারতকে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, ইয়াহিয়ার সামরিক দাপট এবং জঘন্য অত্যাচারের কাছে নাৎসী জার্মানীর ইহুদীদের উপর অত্যাচারকে ও ছেলেমানুষী বলে প্রতিপন্ন হয়েছে। আবেগ জড়িত কণ্ঠে মিঃ ষ্টোন হাউজ বলেন বিশ্ববিবেক বা মানবতা বলতে আজ আর কিছুই নেই। বাংলাদেশে পরিস্থিতি বিশ্ব জনমত এবং বিবেককে নাড়া দিতে পারবে সেদিন, মুক্তি বাহিনী অত্যাচারী পাক বাহিনীকে নাজেহাল করে কুক্ষিগত করতে পারবে। তিনি জানান যে, মুক্তি বাহিনীর মনােবল খুবই শক্ত এবং মুক্তি বাহিনীর জয় অবশ্যম্ভাবী।
জয়বাংলা (১) r১ : ১০।
১৬ জুলাই ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –জয়বাংলা