সাতক্ষীরায় মুক্তিফৌজের তৎপরতা সাতক্ষীরায় মুক্তিবাহিনীর আক্রমণে ৬০০ শত্রুসেনা নিহত হয়েছে। এছাড়া ২৬টি আক্রমণে তারা ৩০০ জন পাকসৈন্যকে খতম করেন। ভােমরা, পারুলিয়া, মামুদপুর, কুশখালি ও কাকডাঙ্গায় আক্রমণ চালানাে হয়। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে মুসলিম লীগ ও জামাতে ইসলামের গুড়া ও হানাদার সৈন্যদের পদলেহী দালালদের খতম করার কাজ ব্যাপকহারে শুরু হয়েছে। এর মধ্যে মুক্তিফৌজ পাটকেলঘাটা, তালা, পাইকগাছা, আশাশুনি, বদরতলা, কলারােয়া প্রভৃতি স্থানে ১৬ জন দালালকে গুলি করে হত্যা করেছেন।
স্বদেশ ১: ৩।
১৪ জুলাই ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ –স্বদেশ