You dont have javascript enabled! Please enable it!

সাতক্ষীরায় মুক্তিফৌজের তৎপরতা সাতক্ষীরায় মুক্তিবাহিনীর আক্রমণে ৬০০ শত্রুসেনা নিহত হয়েছে। এছাড়া ২৬টি আক্রমণে তারা ৩০০ জন পাকসৈন্যকে খতম করেন। ভােমরা, পারুলিয়া, মামুদপুর, কুশখালি ও কাকডাঙ্গায় আক্রমণ চালানাে হয়। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে মুসলিম লীগ ও জামাতে ইসলামের গুড়া ও হানাদার সৈন্যদের পদলেহী দালালদের খতম করার কাজ ব্যাপকহারে শুরু হয়েছে। এর মধ্যে মুক্তিফৌজ পাটকেলঘাটা, তালা, পাইকগাছা, আশাশুনি, বদরতলা, কলারােয়া প্রভৃতি স্থানে ১৬ জন দালালকে গুলি করে হত্যা করেছেন।

স্বদেশ ১: ৩।

১৪ জুলাই ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –স্বদেশ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!