You dont have javascript enabled! Please enable it!

চট্টগ্রামের মুক্ত এলাকায় স্বাধীন বাংলার বিজয় পতাকা উড়ছে

বাংলাদেশের অধিকৃত অঞ্চলের বহু এলাকা মুক্তি বাহিনী দখল করেছেন। মুজিবনগর ৭ই জুলাই বঙ্গ বীরাঙ্গনার যােগ্য সন্তান অপরাজেয় মুক্তি যােদ্ধাদের ব্যাপক তৎপরতার মুখে বাংলার অধিকৃত এলাকার বিভিন্ন রণাঙ্গনে কাপুরুষ পাক হানাদার বাহিনী প্রচণ্ড মার খাচ্ছে। কাপুরুষ পাক দস্যুরা অনেক স্থানে দুর্দমনীয় বঙ্গ শার্দুলদের হাতে মার খাওয়ার ভয়ে অস্ত্র-শস্ত্র ফেলে রনাঙ্গন থেকে পালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের বহু অধিকৃত এলাকা মুক্তি যােদ্ধাদের দখলে এসেছে। এ সকল মুক্ত এলাকার বাড়ীঘর ও বৃক্ষ শীর্ষে বর্তমানে সগৌরবে পত পত করে উড়ছে বলে জানা গেছে। বাংলাদেশে বর্ষা আগমনের সঙ্গে সঙ্গে পাঞ্জাবী দস্যু বাহিনী ভয়ানক বেকায়দায় পড়ে গেছে। তারা তীতুমীর সূর্যসেনের দেশের নির্ভীক সেনা মুক্তিযােদ্ধাদের প্রচণ্ড আক্রমণের মুখে নদীমাতৃক বাংলার খরস্রোতা নদীর স্রোতে ভাসমান তৃণখণ্ডের মত হাবুডুবু খাচ্ছে।  বাংলার অপ্রতিরােধ্য ও দুর্ধর্ষ মুক্তিযােদ্ধাগণ চলতি মাসের প্রথম সপ্তাহে তাদের আক্রমণ আরও জোরদার করেছেন। ফলে হানাদার বাহিনী বর্তমানে দিশেহারা হয়ে প্রাণ নিয়ে পলায়ন করছে এবং তাদের বহু সৈন্য মুক্তি বাহিনীর হাতে হতাহত হয়েছে। সিলেট থেকে প্রাপ্ত খবরে জানা গেছে যে, সিলেট ও ময়মনসিংহ এলাকায় গত সপ্তাহে প্রায় ৩ শত হানাদার পাক সৈন্য মুক্তি যােদ্ধাদের হাতে নিহত হয়।

আরও ৪ শত হানাদার সৈন্য আহত হয়ে সিলেট বেসামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। সামরিক হাসাপাতালে ঠাই না থাকার দরুণই সিলেটের এই বেসামরিক হাসপাতালটিকে রাতারাতি সামরিক হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। টাঙ্গাইল থেকে প্রাপ্ত খবরে প্রকাশ মুক্তি বাহিনী সম্প্রতি টাঙ্গাইলে ঢুকে হানাদার সৈন্যদের উপর অতর্কিতে প্রচন্ড হামলা করে তাদের হতাহত এবং বিতাড়িত করে উক্ত জেলার দক্ষিণাঞ্চলের ৪টি থানা দখল করে নিয়েছেন। আসাম-মেঘালয় সীমান্তে বাংলা দেশে পাক হানাদার বাহিনী কবলিত ঘাঁটিগুলাে মুক্তি বাহিনী দখল করে নিয়েছেন। বাংলা দেশের উত্তরাঞ্চলে দিনাজপুরে পাক সেনাদের উপর আকস্মিক হামলা চালিয়ে ২ জন দস্যু সেনাকে খতম করেন এবং তাদের নিকট থেকে গােলাবরুদসহ ২টি হাল্কা মেসিনগান ছিনিয়ে নেন। মুক্তি যােদ্ধাগণ অম্বর থানা ভজনপুর রােডের উপর একটি সেতু উড়িয়ে দেন। তারা নাটোরের নিকটও একটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করে হানাদার বাহিনীকে বেকায়দায় ফেলেছেন।

জয়বাংলা (১) ১ : ৯ ০

৯ জুলাই ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ –জয়বাংলা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!