You dont have javascript enabled! Please enable it!

আপনি কি জানেন

বাংলাদেশের মুক্তিযােদ্ধাদের হাতে এ পর্যন্ত ১ জন ব্রিগেডিয়ার ১০৮ জন লেফটেন্যান্ট কর্ণেল, ২১৩ জন মেজর, ৮৩ জন লেফটেন্যান্ট ও ১৯ জন ক্যাপটেন নিহত হয়েছে। সাতটি এফ-৮৬ জঙ্গী বিমানকে বাংলাদেশের মুক্তিযােদ্ধারা ভূপাতিত করেছেন। ২টি কুষ্টিয়ায়, ৩টি ব্রাহ্মণবাড়িয়ায়, ১টি ঈশ্বরদীতে এবং অন্যটি রংপুরে। এছাড়া চুয়াডাঙ্গায় ২টি এম ১৪ এবং সিলেটে ৩টি সি ১৩০ হেলিকপ্টার বাংলাদেশের মুক্তিযােদ্ধারা ভূপাতিত করে।

স্বদেশ ১:১

১৬ জুন ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯ —স্বদেশ