বিভিন্ন রণাঙ্গনে
গত ১৭ই মে কুমিল্লা জেলার…গ্রামে মুক্তিফৌজের কমান্ডাে আক্রমনে…জনেরও বেশী পাক সেনা নিহত হয়েছে। রবিবারে রাজসাহীতে মুক্তি বাহিনীর সাথে এক স্থায়ীযুদ্ধে ৫০ জন পাক সৈন্য নিহত হয়। এই সপ্তাহের গােড়ার দিকে মুক্তিবাহিনীর নিকট থেকে দুইটি স্টীমার ও এই ঘটনা ঘটে খুলনা নদীতে। এমন বলা হয়েছে মুক্তিবাহিনী চুয়াডাঙ্গায় রেল লাইন উড়িয়ে দেয়। তাহারা যশোেহর আরও একটি পথ-সেতু ডিনামাইটের আঘাতে উড়িয়ে দেয় । রংপুর সেক্টরে অপরিচিত এলাকায় নূতন লড়ায়ের খবর পাওয়া যায় এখানে মুক্তিফৌজ সতর্কতা সহিত লড়াই চলেছে। পচাগড়ে মুক্তি যােদ্ধা গেরিলা আক্রমণে পাক বাহিনী অতিষ্ট হয়ে এ যুদ্ধে পাকবাহিনীর ২ জন সেনা। রাজশাহীতে বাংলা বাহিনীর পাকবাহিনী পিছু হটিতে বাধ্য হয় এবং তাদের ২টি ঘাঁটি দখল করে নেয়। এক প্রচন্ড আচমকা আক্রমণে আখাউড়াতে ২৭ জন পাক সেনা নিহত হয়। মৈমনসিংহের টিলাখালিতে মুক্তিবাহিনী ১টি সেতু বিধ্বস্ত করে। শুভাপুরে এক তুমুল যুদ্ধে ২১৫ জন পাকসেনা নিহত হয় অপর এক সংগ্রামে পাক বাহিনীর ২৬ জন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রীহট্টে সমসের নগর, রংপুরের মাধবপুর ও ইছাখানি সীমান্ত আউটপােষ্ট মুক্তিফৌজের দখলে আসে কুষ্টিয়ার মেহেরপুরে তুমুল সংগ্রামে ৩জন পাক সেনার মৃত্যু ঘটে। ও মুক্তিফৌজ ১টি সীমান্ত ফাড়ী দখল করে।
বঙ্গ বাণী । ১:১
২৩ মে ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯ —বঙ্গ বাণী