You dont have javascript enabled! Please enable it!

২৪ জানুয়ারী ১৯৭২ঃ দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল আদেশ জারী
প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল আদেশ ১৯৭২ জারী করছেন। এ আদেশ অনুযায়ী প্রত্যেক জেলায় একজন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কে নিয়ে একটি বিশেষ আদালত গঠন করা হবে। দালালদের বিচারে অন্য কোন আদালতের এখতিয়ার থাকবে না। এ আদালতের রায় আপিল যোগ্য হবে। এ আদালত ধারাবাহিক বিচার করে যাবে। আদালতের বিষয় ব্যতিত এ আদালতের কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখা যাবে না। এ আদালতে সকল মামলা জি আর শ্রেণীর অর্থাৎ পুলিশ বাদী কেস হবে।