You dont have javascript enabled! Please enable it! 1972.01.24 | দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল আদেশ জারী  - সংগ্রামের নোটবুক

২৪ জানুয়ারী ১৯৭২ঃ দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল আদেশ জারী
প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি দালালদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল আদেশ ১৯৭২ জারী করছেন। এ আদেশ অনুযায়ী প্রত্যেক জেলায় একজন জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ কে নিয়ে একটি বিশেষ আদালত গঠন করা হবে। দালালদের বিচারে অন্য কোন আদালতের এখতিয়ার থাকবে না। এ আদালতের রায় আপিল যোগ্য হবে। এ আদালত ধারাবাহিক বিচার করে যাবে। আদালতের বিষয় ব্যতিত এ আদালতের কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখা যাবে না। এ আদালতে সকল মামলা জি আর শ্রেণীর অর্থাৎ পুলিশ বাদী কেস হবে।