মুক্তিযুদ্ধকালীন কিছু সাংবাদিকের বাংলাদেশে প্রবেশ
[pdf-embedder url=”https://songramernotebook.com/wp-content/uploads/securepdfs/2021/02/Journalists.pdf”]
প্রতিরক্ষা ও অন্যান্য মন্ত্রণালয়ের জনসংযােগ কার্যালয় দিল্লীতে অবস্থিত হলেও অধিকাংশ বিদেশী সাংবাদিক, আন্তর্জাতিক বেতার ও টেলিভিশন নেটওয়ার্কের প্রতিবেদকরা কলকাতায় থেকে কাজ করছিলেন। দিল্লীর প্রেস রিলিজ তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়। ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার সেথনা (Sethna) ছিলেন ভারতীয় সাংবাদিকদের দেখাশােনার দায়িত্বে আর আমি বিদেশী সাংবাদিকদের। লন্ডন সানডে টাইমস (London Sunday Times)-এর ঝানু ওয়ার করেস্পন্ডেন্ট নিকোলাস টোমালিন (Nicholas Tomalin) আমাদের ব্রিফিংয়ে তৃপ্ত হননি। বাংলাদেশের ভেতরে ঢুকে তিনি স্বচক্ষে ঘটনাবলি দেখে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তার বস্তুনিষ্ঠ সাহসী রিপাের্ট পাকিস্তানিদের নৃশংসতার দিকে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। সত্যিকারের পেশাদারী মনােভাবসম্পন্ন ওয়ার করেস্পন্ডেন্ট টোমালিন গােলান হাইটস্ (Golan Heights)-এ পেশাদারি দায়িত্ব পালনের সময় নিহত হন – যথারীতি সামনে থেকে গুলিবিদ্ধ হয়ে। নিউ ইয়র্ক টাইমস (New York Times)-এর প্রতিনিধি ও পরবর্তীতে কিলিং ফিল্ডস (Killing Fields)-খ্যাত সিডনি শ্যানবার্গ (Sidney Schanberg) এবং সেই সাথে নিউজউইক (Newsweek)-এর টনি ক্লিফটন (Tony Clifton)-ও এসবের প্রামাণিক প্রতিবেদন তৈরি করেন। অ্যালান হার্ট (Allan Hart)-এর নেতৃত্বে বিবিসি-র একটি টেলিভিশন প্রতিনিধিদল পাঠানাের ব্যাপারে আমরা সাহায্য করি। যেসব ছবি তারা তােলেন, তার মধ্যে নির্বিচারে গণহত্যাই বেশির ভাগ জায়গা জুড়ে রয়েছে। বন্যা কেউলি (Vanya Kewley) নামে এক মহিলার নেতৃত্বে গ্রানাডা টেলিভিশনের একটি দল আগরতলা দিয়ে পূর্ব পাকিস্তানে ঢুকে পড়ে এবং বিস্ময়কর কিছু ছবি তােলে। এই দলের সাথে আমরা বিজু পটনায়েক (Biju Patnaik)-এর অনুরােধে তার কন্যা গীতা মেহতা (Gita Mehta)-কে পাঠিয়ে দিই। দ্য ন্যাশনাল ব্রডকাস্টিং করপােরেশন অভ আমেরিকা এবং সিবিএস (CBS)-ও তাদের টিম পাঠায়। প্রেসিডেন্ট নিক্সন ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তানপ্রীতি সত্ত্বেও পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতার প্রতিবাদে সারা বিশ্ব বিক্ষোভে ফেটে পড়ে এবং বিশ্ব জুড়ে, এমনকি খােদ আমেরিকাতেও, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত দানা বাঁধতে শুরু করে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপরে বস্তুনিষ্ঠ রিপােটিং করার জন্য আন্তর্জাতিক গণমাধ্যমগুলােকে বাংলাদেশ ও ভারতের ধন্যবাদ জানানাে উচিত।
Reference:
Surrender at Dacca: Birth of a Nation | J F R Jacob
সংগ্রামের নোটবুক
www.songramernotebook.com