You dont have javascript enabled! Please enable it!

যৎকিঞ্চিৎ

সুন্দরবনের বাসন্তী ব্লকের হেড়ােভাঙা ঝড়খালিতে অনেক পূর্বেই উদ্বাস্তু পুনর্বাসন কলােনি গড়িয়া উঠিয়াছে। কিন্তু কিছুদিন হইল খুলনা ও বরিশাল হইতে বহু শরণার্থী এই কলােনীতে আসিয়া পৌছাইতেছেন বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে। একটি উদ্বাস্তু কলােনিতে যদি প্রত্যহ ছয় শত হইতে হাজার লােক আসিয়া জমায়েত হন তাহা হইলে জনসংখ্যার চাপে সেই কলােনির অবস্থা যে সব দিক দিয়াই শােচনীয় হইয়া উঠিবে, তাহা বলা বাহুল্যমাত্র । হইয়াছেও তাহাই । যতদূর জানা গিয়াছে তাহাতে কলােনির বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থা। তাে বিপর্যস্ত হইয়াছে বা হইতে বসিয়াছেই, তাহা ছাড়া কলেরা ইত্যাদি সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাবও। কলােনির অধিবাসীদের আতঙ্কিত করিয়া তুলিয়াছে। এ অবস্থা বেশী দিন চলিতে থাকিলে এই কলােনির অধিবাসীদের পক্ষে তাহা যে প্রাণান্তকর অবস্থার সৃষ্টি করিবে তাহাতে সন্দেহ নাই। এ সম্বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করিয়াও কোন কাজ হয় নাই, ইহা খুবই দুঃখের কথা। আমরা আশা করিব, সরকার এ সম্বন্ধে যথাযথ তদন্ত করিয়া শরণার্থীদের জন্য অবিলম্বে সাময়িক শিবির খুলিয়া তাহার পরিচালনার ভার গ্রহণ করিবেন। তাহাতে একদিকে যেমন শরণার্থীদের সম্বন্ধে সুব্যবস্থা হইবে, কলােনির অধিবাসীরাও তেমনই অর্থনৈতিক, সামাজিক ও পারিবারিক বিপর্যয়ের অর্থ হইতে রক্ষা পাইবেন।

২০ অক্টোবর, ১৯৭১ 

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৮, আনন্দবাজার পত্রিকা

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!