You dont have javascript enabled! Please enable it! 1972.01.23 | ২৩ জানুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রীর ২ ইবি ক্যাম্প পরিদর্শন (ভিডিও) - সংগ্রামের নোটবুক

২৩ জানুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রীর ২ ইবি ক্যাম্প পরিদর্শন

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সকালে অনির্ধারিত ভাবে রেসকোর্সে অবস্থিত ২ ইবি সদর ক্যাম্প পরিদর্শন করেন। সফরের উদ্দেশ্য ছিল মুক্তিযোদ্ধা সৈনিকদের ভালমন্দ খোজ খবর নেয়া। ছুটির দিন থাকায় সৈনিকরা অনেকটাই খোশমেজাজে বন্দুক পরিস্কার করছিলেন। প্রধানমন্ত্রী তার গাড়ী নিয়ে তাবুর কাছে গিয়ে হাজির হন। তিনি সৈনিকদের কুশলাদি জিজ্ঞেশ করেন। সৈনিকরা খুশী ও আবেগে তাদের কষ্টের কথা ভুলে যায়। প্রধানমন্ত্রীকে না বললেও তিনি তাদের উদ্দেশে বলেন অল্প কিছুদিনের মধ্যেই সেনানিবাস তাদের জন্য প্রস্তুত হয়ে যাবে। তিনি জওয়ানদের মুক্তিযুদ্ধে অবদানের কথা কৃতজ্ঞ ভরে স্মরণ করে বলেন বাঙ্গালিরা যে যোদ্ধা তা আমি সবাইকে দেখিয়ে দিব। প্রধানমন্ত্রী সম্পূর্ণ ক্যাম্প হেটে হেটে দেখেন এবং কোয়ার্টার গার্ডের সালাম গ্রহন করেন। এ সময় মেজর মইনুল প্রধানমন্ত্রীর সাথে ছিলেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।