১০ সেপ্টেম্বর ‘৭১ বিদেশী অতিথিদের শরণার্থী শিবির পরিদর্শন
| স্টাফ রিপাের্টার ব্রিটিশ পারলামেন্টের রক্ষণশীল দলের সদস্য শ্রীমতী জোন হল শনিবার মহাকরণে মুখ্যসচিব শ্ৰী এন সি সেনগুপ্তের সঙ্গে দেখা করে শরণার্থী সমস্যা সম্পর্কে আলােচনা করেন। এর আগে তিনি লবণ হ্রদ এবং ২৪ পরগনায় আমডাঙ্গায় শরণার্থী শিবির পরিদর্শন করেন। | শ্রীমতী হল পরে সাংবাদিকদের বলেন, দুঃখের বিষয়, অল্প সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে
। ভারত সরকার শরণার্থীদের জন্য যা করেছেন তাতে তিনি মুগ্ধ। ভারতের বিশেষত: পশ্চিমবঙ্গের আর্থিক সামর্থ্যের ক্ষেত্রে এটি একটি বড় বােঝা।
শ্ৰীমতী হল এদিন করনেল লুথরার সঙ্গেও দেখা করেন। আরও দুই বিশিষ্ট অতিথি এদিন ভারতে ফরাসী রাষ্ট্রদূত শ্ৰী জাঁ ভ্য লাগারদ শ্রীসেনগুপ্তের সঙ্গে দেখা করেন। তিনি কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করবেন। | প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত অধ্যাপক গলব্রেথও এদিন মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ শরণার্থী প্রসঙ্গ নিয়ে আলােচনা করেন।
লবণ হ্রদ শিবিরে ভূটানের মহারাজ্য নিজস্ব প্রতিনিধি জানাচ্ছেন শনিবার ভূটানের মাহরাজা জৈগমে দরজি ওয়াংচুক শরণার্থীদের দেখার জন্য লবণ হ্রদে যান এবং তাঁদের অবস্থা দেখে অভিভূত হয়ে পড়েন। আগে থেকে কোনও ঘােষণা না করেই হঠাৎ তিনি এই পরিদর্শনে যান। এর ফলে সরকারীমহলে বিস্ময় দেখা দেয়।
১২ সেপ্টেম্বর ‘৭১
আনন্দবাজার