You dont have javascript enabled! Please enable it!

২২ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশে প্রত্যাবর্তনের পথে আসামে ভাসানীর জনসভা
দেশে ফেরার পথে ভাসানী আসামের দক্ষিন শালমারা জেলার শালমারা থানার উত্তরে ফকিরগঞ্জ এ (ভাসানীর ব্রিটিশ আমলের নিবাস ও প্রথম স্ত্রীর বাড়ী ধুবরির কাছে ) ২১ জানুয়ারী বিকেলে এক জনসভায় বলেন পাকিস্তানের সাথে আর দিনই আর কোন সম্পর্ক থাকবে না। পরে তিনি আসামে রাত্রি যাপন করে ২২ তারিখ অপরাহ্ণে মেঘালয় এর ঢালু সীমান্ত দিয়ে হালুয়াঘাট প্রবেশ করেন। এ সময়ে তার সাথে একজন ভারতীয় চিকিৎসক ছিল। তাকে স্বাগত জানান স্থানীয় এমসিএ কুদ্রুতুল্লাহ মণ্ডল এবং জেলা প্রসাশক খস্রুজজামান । হালুয়াঘাটে উপস্থিত জনতার এক সমাবেশে তিনি বলেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে শেখ মুজিবকে সমর্থনের জন্য তিনি জনগনের প্রতি আহবান জানান। পরে তিনি ময়মনসিংহ যান এবং রাত্রে টাঙ্গাইলের উদ্দেশে রওয়ানা হন।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!