শ্রী হুমায়ুন চৌধূরী দিল্লির বাংলাদেশ মিশনের প্রধান হলেন
নয়াদিল্লি, ২৫ অক্টোবর-শ্রী হুমায়ুন রসিদ চৌধুরী নয়াদিল্লির বাংলাদেশ মিশনের প্রধান পদে নিযুক্ত হলেন। তিনি আগে এখানকার পাক হাইকমিশন-এর উপদেষ্টা ছিলেন। এ মাসের গােড়ার দিকে ওই পদে ইস্তফা দিয়ে তিনি বাংলাদেশ সরকারের প্রতি তাঁর আনুগত্য প্রকাশ করেন।
বাংলাদেশ মিশনের জনৈক মুখপাত্র জানান, শ্ৰীচৌধুরীর কাজে সহায়তা করবেন শ্রী কে এম সাহাবুদ্দিন এবং শ্ৰী আমজাদুল হক।
২৬ অক্টোবর ‘৭১
আনন্দবাজার পত্রিকা